Home / Breaking News / মহাপ্রভুর ৫৩৬তম আবির্ভাব উপলক্ষে মায়াপুরে আন্তর্জাতিক মানের উৎসব

মহাপ্রভুর ৫৩৬তম আবির্ভাব উপলক্ষে মায়াপুরে আন্তর্জাতিক মানের উৎসব

শ্রীচৈতন্য মহাপ্রভুর 536 তম আবির্ভাব উপলক্ষে একমাস ব্যাপী উৎসবের আয়োজন করা হয় নদীয়া নবদ্বীপের মায়াপুর ইসকন মন্দিরে। এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই আন্তর্জাতিক মানের উৎসবের সূচনা হয়। দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত এই উৎসবে অংশগ্রহণ করে। গত 24 শে ফেব্রুয়ারি থেকে এই উৎসবের দিন শুরু হয়েছিল এবং চলবে কুড়ি মার্চ পর্যন্ত। আজকের দিনটিতে যেহেতু চৈতন্য মহাপ্রভুর 536 তম আবির্ভাব সেই কারণে এই দিনটিতে শুভ উদ্বোধন করা হয় উৎসবের। মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক গৌরাঙ্গ দাস বলেন, প্রতি বছরই এই উৎসব এক মাস ধরে চলে। দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসবে অংশগ্রহণ করে। যেহেতু চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল দোল পূর্ণিমার দিন সেই কারণে দোল পূর্ণিমা উৎসবের সূচনা হিসেবেও দিনটি পালন করা হয় মায়াপুর ইসকন মন্দিরে। এদিন এই উৎসব ঘিরে মায়াপুর ইসকন মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …