Home / Breaking News / ১৭মাস বাংলাদেশে জেল খেটে ভারতে ফিরলো মা এবং মেয়ে, খুশির হাওয়া পরিবার এবং এলাকায়

১৭মাস বাংলাদেশে জেল খেটে ভারতে ফিরলো মা এবং মেয়ে, খুশির হাওয়া পরিবার এবং এলাকায়

নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্ত লাগোয়া গ্রাম বানপুর কুলোপাড়া,।এই এলাকার বাসিন্দা মনসুর মন্ডল এবং তার স্ত্রী গলে বিবি এবং মেয়ে সুভা খাতুন, কে নিয়ে সুখের সংসার ।সুভা বানপুর স্কুলের নবম শ্রেণীর ছাত্রী বলে জানা যায়,। আজ থেকে প্রায় 17 মাস আগে অসুস্থ হয়ে পড়ে সুভা খাতুন ।তখন এলাকাবাসীরা জানায় তাকে নাকি ভূতে ধরেছে। তার পরেই তাকে ওঝা বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার, সেইমতো মা এবং মেয়ে দুজনে মিলে সন্ধ্যে নাগাদ রওনা হয় বাংলাদেশের গয়েশপুর ।তারপরই ঘটে বিপত্তি, তাদের বাংলাদেশ সীমান্ত এলাকায় বিনা অনুমতিতে প্রবেশ করার জন্য তাদের গ্রেপ্তার করা হয়,। অন্যদিকে মনসুর মন্ডল তার স্ত্রী এবং মেয়ে বাড়িতে না ফেরায় কৃষ্ণগঞ্জ থানার তিনি মিসিং ডায়েরি করেন । স্ত্রী ও মেয়েকে ফিরে পাবার আশায় এই
দোয়ার ওই দুয়ার ঘুরে বেড়ায় । কোন লাভ হয়নি, অবশেষে দীর্ঘ 17 মাস পর বাংলাদেশ এবং ভারতের যৌথ মিটিংয়ের পর অবশেষে মা এবং মেয়েকে ফিরিয়ে দিলো বাংলাদেশ সরকার,।সেখানে উপস্থিত ছিল DIB, 54 নম্বর বিএসএফের আধিকারিকরা এবং কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি এবং কাস্টম অফিসার তারা সকলে মিলে পরিবারের হাতে তুলে দিলো মা এবং মেয়েকে । প্রায় 17 মাস পর বাড়ি ফিরে মা এবং মেয়ে দুজনেই খুব আনন্দিত । অন্যদিকে মনসুর মন্ডল তার মেয়ে এবং স্ত্রীকে পেয়ে আনন্দে আত্মহারা । স্ত্রী ও মেয়েকে ফিরে পাবার জন্য ভারত সরকার কে ধন্যবাদ জানিয়েছেন মনসুর ।

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …