Breaking
17 Dec 2025, Wed

করোনা পরিস্থিতিতে ভোট না করার পোস্টার পড়লো চন্দননগর জুড়ে

করোনা কালের পরিস্থিতির জন্য চন্দননগরে বিভিন্ন এলাকায় পৌরনিগমের ভোট না করার পোস্টার পরল। মূলত বর্তমানে করোনার প্রভাব বেড়েছে তাই চন্দননগর কে বাঁচাতে এই ভোট না করার আবেদন জানিয়ে চন্দননগরের বিভিন্ন এলাকায় এই পোস্টটি দেখতে পাযই স্থানীয় বাসিন্দারা।
মূলত পোস্টারে লেখা আছে “করোনা প্রকোপ থেকে চন্দননগর বাঁচাতে বন্ধ হোক সকাল পৌরবোর্ড”
নিচেই চন্দননগর নাগরিকবৃন্দ নাম দিয়ে বিভিন্ন জায়গায় লাগানো হয় এই পোস্টার ।
চন্দননগর সরষে পাড়া লেন ,লক্ষীগঞ্জ বাজার মোড়, চন্দনগর হাসপাতাল রোড ,স্টেশন রোড,সহ বিভিন্ন এলাকায় এই পোস্টারে মুড়ে ফেলা হয়েছে।

Developed by