Breaking
17 Dec 2025, Wed

গয়েশপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনার পর আবার মৃত্যু হল ওই ঘটনায় আক্রান্ত আর এক তৃণমূল কর্মীর

নদীয়া :- গয়েশপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনার পর আবার মৃত্যু হল ওই ঘটনায় আক্রান্ত আর এক তৃণমূল কর্মীর।জীবন যুদ্ধে হেরে গেল তৃনমূল কর্মী শ্যামল দেবনাথ,
গত ১লা ডিসেম্বর নদীয়ার গয়েশপুর পৌর ৭নংওয়ার্ডে নিহত তৃনমূল কর্মীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় শ্যামল দেবনাথ গুরুতর জখম অবস্থায় কল্যিনী জে এন এম হাসপাতালে ভর্তি করা হয়।
টানা ৮দিন লড়াই করে অবশেষে গতকাল গভীর রাতে মারা যায়।
সকালে খবর আসতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।
গতকাল শ্যামল দেবনাথের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন তৃনমূল কংগ্রেসের জেলা নেতৃত্বরা ,তারা সব রকমের সহোযোগিতা করবে বলে আশ্বস্ত করেন। কিন্তু আজ সকালে মৃত্যু সংবাদ আসতে এলাকায় চাঞ্চল্য ছরিয়ে পরে।

Developed by