Breaking
17 Dec 2025, Wed

তিস্তা বাঁধের পাশে মঞ্জু পাইনের বাড়িতে দেখা মিললো ভালুকের

তিস্তা বাঁধের পাশে মঞ্জু পাইনের বাড়িতে দেখা মিললো ভালুকের। মঙ্গলবার গভীর রাতে ভালুকটি ঢুকে পড়েছিল তিস্তা বাঁধের পাশে থাকা মঞ্জু পাইনের বাড়িতে।রাত প্রায় ১২ টা নাগাদ ঘুমিয়ে পড়েছিলেন মঞ্জু পাইন। ওইসময় টিভি দেখছিলেন তাঁর ছেলে ও এক নাতি। আচমকাই বাইরে কোনও কিছু‌র আওয়াজ শুনতে পেয়ে আলো জ্বালিয়ে দরজা খুলতেই উঠোনের মধ্যে ভালুকটিকে দেখতে পান মঞ্জু পাইনের ছেলে ও নাতি। তখন তারা বাইরে বেরিয়ে ভালুকটিকে দেখেন তিস্তা বাঁধের ওপর দিয়ে পালিয়ে যায় প্রাণীটি। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন মঞ্জু পাইন ও তাঁর প্রতিবেশী‌রা।

Developed by