Breaking
22 Jan 2026, Thu

এক ব্যক্তি কে পুলিশ কাস্টডিতে পিটিয়ে মারার অভিযোগ ভীমপুর থানার বিরুদ্ধে

শক্তিনগর জেলা হাসপাতালে পড়ে থাকা এক ব্যক্তির মৃতদেহ কে কেন্দ্র করে চাঞ্চল্য। নদীয়ার ভীমপুর থানা এলাকার ঘটনা। পরিবারের দাবি ওই ব্যক্তিকে ভীমপুর থানার পুলিশ গ্রেপ্তার করে এবং পরে তাকে পিটিয়ে হত্যা করে হাসপাতালে ফেলে যায়।নাম আব্দুলগরি শেখ
বয়স 45 বছর, বাবা মৃত রহিম শেখ।ঠিকানা পানিঘাটা স্কুল পাড়া পোস্ট অফিস পাগলাচণ্ডী ,থানা কালীগঞ্জ।সূত্রের খবর, এই ব্যক্তি দীর্ঘদিন ধরে অন্যত্র বসবাস করতেন। তার বিরুদ্ধে অভিযোগ থাকার কারণে গতকাল ভীমপুর থানার পুলিশ গ্রেফতার করে। পরে রাত্রে তাকে শক্তিনগর হাসপাতাল এর মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানা যায়। পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যু নিয়ে তদন্তের দাবি করা হলেও এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি এবং পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Developed by