Breaking
17 Dec 2025, Wed

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ

‘, নদিয়াঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রে দেখা দিতে পারে জলস্ফীতি। ঘূর্ণিঝড়ের হাত থেকে উপকূল তীরবর্তী এলাকার মানুষকে বাঁচাতে আগেভাগেই প্রস্তুতি নেওয়া হচ্ছে জেলা প্রশাসনের তরফে।জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূল তীরবর্তী এলাকার মানুষদের জন্য খুলে দেয়া হয়েছে বিভিন্ন শিবির। ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপকূল তীরবর্তী এলাকার মানুষজন কে সতর্ক করা হচ্ছে পাশাপাশি যে সকল মানুষজন মাটির বাড়িতে বসবাস করছে। সেই সকল মানুষজনকে অবিলম্বে মাটির বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য চেস্টা চালানো হচ্ছে।নদিয়ার আনুলিয়া অঞ্চলের চাষীরা কেউ গাদা ফুল চাষ করেছেন কেউ আবার ধান,কেউ মুলো এই ঘুর্নী ঝড়ের প্রভাবে ক্ষয় ক্ষতির আশংকা চাষীমহল।তবে চাষীরা জানিয়েছেন যেটুকু জমি থেকে সবজী এবং গাদা ফুল তোলার সেটুকুই আগেভাগে তুলে নেওয়া হল।

Developed by