Home / Breaking News / শিলিগুড়ি মহকুমার বাতাসিতে হাতির হানায় মৃত্যু মহিলার,স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা

শিলিগুড়ি মহকুমার বাতাসিতে হাতির হানায় মৃত্যু মহিলার,স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা

শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের বাতাসীর আন্ধারু জোতে হাতির হামলায় মৃত্যু এক মহিলার। এর পরেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর চালাল উত্তেজনা জনতা। সরস্বতী স‍রকার(৩০)। জানা গিয়েছে যে বৃহস্পতিবার রাতে বাতাসীর আন্ধারু জোতে হাতির দল প্রবেশ করে। এবং ওই মহিলার উপর হামলা চালায় হাতিটি। এরপর মহিলাকে গুরুতর আহত হয়ে অবস্থায় উদ্ধার করে বাতাসি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মহিলার মৃত্যু হয়। এরপরেই উত্তেজিত জনতা চিকিৎসা কেন্দ্রে ভাঙচুর চালায়। এই ঘটনায় ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর রাতেই দুজনকে গ্রেফতার করে পুলিশ।এদিন মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই বিষয়ে মৃত মহিলার পরিবারের সদস্য তাপস মাঝি জানান শূর দিয়ে ধাক্কা মারার পর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। তবে কি কারনে হাসপাতাল ভাঙচুর করা হল তা পরিস্কার হচ্ছে না।

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …