Home / Breaking News / পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের উত্তরবঙ্গ ভিত্তিক প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গায়

পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের উত্তরবঙ্গ ভিত্তিক প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গায়

জেএনএফ ওয়েব ডেস্ক: তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের উত্তরবঙ্গ ভিত্তিক প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মাথাভাঙ্গা নজরুল সদনে। আয়োজনে মাথাভাঙ্গা ইউনিট কমিটি। প্রদীপ প্রজ্জ্বলন করে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির চেয়ারম্যান তথা আইএনটিটিইউসি এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, পৌর কর্মচারী ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আশীষ দে, সম্পাদক বিশ্বময় ঘোষ,তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, ভাইস চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন, কোচবিহার জেলা সভাধিপতি উমাকান্ত বর্মন, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া, তৃণমূল শ্রমিক সংগঠনের কোচবিহার জেলার সভাপতি পরিমল বর্মন, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিতেন বর্মন,সরকারি কর্মচারী ফেডারেশনের কার্যকরী সভাপতি উত্তম রায়, আয়োজক কমিটির পক্ষে মাথাভাঙ্গা পৌরসভার প্রশাসক মন্ডলের চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক, ভাইস চেয়ারম্যান বাপ্পা সাহা, সংগঠনের নেতা সুজিত সাহা, কৃষ্ণ ডাকুয়া প্রমূখ। এদিনরবীন্দ্রনাথ ঘোষ কর্মচারীদের সমস্যার কথা তুলে ধরে প্রত্যেক পৌরসভার অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করণ এর স্বপক্ষে বক্তব্য রাখেন। এদিন সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আশীষ দে বলেন, প্রত্যেক কর্মচারীদের সার্ভিস বুক চালু করতে হবে, আইডেন্টিটি কার্ড দিতে হবে, অস্থায়ী কর্মচারীদের নিয়োগ পত্র প্রদান করতে হবে, কর্মচারীদের ফেসবুক ওপেন করতে হবে, ডেঙ্গু প্রতিরোধে কর্মচারীদের সান্মানিক বৃদ্ধি করতে হবে ইত্যাদি কর্মচারীদের নানান সমস্যা তুলে ধরেন আশিষ বাবু। উত্তরবঙ্গ ভিত্তিক প্রথম সম্মেলনের উদ্বোধন করতে এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন,বর্তমান রাজ্য সরকার পৌর কর্মচারীদের কথা মাথায় রেখে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে,সংগঠনের চেয়ারম্যান হিসাবে তিনি বলেন আমি ইতিমধ্যে শ্রমিক-কর্মচারীদের যে সমস্যা রয়েছে তা অনুধাবন করে ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে জানানো ব্যবস্থা করেছি। যদিও আর্থিক সংকট রয়েছে,কেন্দ্রীয় সরকারের কাছে প্রায় কয়েক হাজার কোটি টাকা রাজ্য সরকারের পাওনা রয়েছে, কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের সাথে বঞ্চনা করছে,এতদসত্ত্বেও পৌর কর্মচারীদের যা যা সমস্যা রয়েছে তা সমাধান করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শেষে আরো বলেন, পৌরসভা গুলোর সম্পদ বৃদ্ধি করতে হবে, ওই সম্পদ থেকে উঠে আসা অর্থ শ্রমিকদের স্বার্থে এবং পৌরসভার উন্নয়নের স্বার্থে পরিষেবার সাথে ব্যবহৃত হবে। সংগঠনের মাথাভাঙা ইউনিট কমিটির সভাপতি সুজিত সাহা বলেন, উত্তরবঙ্গের 8 টি জেলার পৌরসভার 230 জন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রত্যেকটি পৌরসভা থেকে একজন করে প্রতিনিধি আলোচনায় অংশ নেন। সংগঠনের নেতা আশীষ দে বলেন, এখনো পর্যন্ত রাজ্যে 2335 জন চাকরিরত অবস্থায় মারা গেছেন, তাদের পরিবার এখনো পর্যন্ত কেউ চাকরি পাননি।এদের চাকরির ব্যবস্থা করার দাবি উঠেছে সংগঠনের পক্ষ থেকে আজকের এই সম্মেলনে। দুপুরে আহারের পর সাড়ম্বরে উত্তরবঙ্গ ভিত্তিকপশ্চিমবঙ্গ পৌর কর্মচারীদের রেশন এর প্রথম বার্ষিক সম্মেলন শেষ হয়।

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …