Breaking
20 Jan 2026, Tue

লরিরর ধাক্কায় মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র গোপীবল্লভপুর


জেএনএফ ওয়েব ডেস্ক: বালি বোঝাই করতে আসা লরির ধাক্কায় যুবকের মৃত্যুকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল গোপীবল্লভপুর। দফায় দফায় গাড়ি ভাঙচুর, অবরোধকে ঘিরে ব্যাপক গন্ডগোল হয়। পুলিশ জানিয়েছে, কৃষ্ণ মালাকার (২১)। তাঁর বাড়ি বর্গীডাঙায়। শনিবার সন্ধ্যায় গোপীবল্লভপুর থানার বর্গীডাঙা মোড়ে দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যায় বাইকে চালিয়ে কৃষ্ণ তাঁর মাকে চাপিয়ে হাতিবাড়ি মোড় থেকে বাড়ির দিকে যাচ্ছিল। ওই সময় উল্টোদিক আসা একটি লরি আর একটি লরিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। ওই যুবকের মায়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। এই ঘটনাকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। পরপর আটটি লরি ভাঙচুর করে। এমনকি পথ অবরোধ করে। খবর পেয়ে প্রচুর পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ লাঠি নিয়ে বাসিন্দাদের দিকে তেড়ে যেতেই জনতা ছত্রভঙ্গ হয়ে যায়। বাসিন্দাদের অভিযোগ, সারাদিন বালি লরি দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ-প্রশাসনের কোন হেলদোল নেই।

Developed by