Breaking
22 Jan 2026, Thu

ফুলবাড়ি ব্যারেজে পরিযায়ী পাখিদের জন্য সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করল অক্টোপিক

শনিবার ফুলবাড়ি ব্যারেজে পরিযায়ী পাখিদের সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করল অক্টোপিক। এদিন উপস্থিত ছিলেন ফাঁসিদেওয়া বিডিও সঞ্জু গুহ মজুমদার,রুরাল ডিএসপি অচিন্ত গুপ্ত,সংস্থার কর্নধার দীপজ্যেতি চক্রবর্তি সহ অন্যান্যরা। শিলিগুড়ির অদুরে ফুলবাড়ি তিস্তা ব্যারেজের পাশে ছোট্ট একটি জায়গা বর্তমানে পর্যটকদের আকর্শন কেন্দ্র।শীতের সময় প্রচুর পরিযায়ী পাখি এইখানে ভীড় জমানোর ফলে তাদের দেখতে ভীড় জমান পর্যটকরা। বিগত সময় পিকনিক,মাইক,অসামাজিক কাজের জন্য ধ্বংস হয়েছিল এই স্থানটি। বন্ধ হয়েছিল পরিযায়ী পাখিদের আনাগোনা। তবে শিলিগুড়ির পরিবেশ প্রেমী সংস্থা অপ্টোপিকএর উদ্যগে আজ দুষন মুক্ত গোটা এলাকা।

Developed by