Breaking
5 Dec 2025, Fri

সেবক রংপো রেল লাইনের কাজ পরিদর্শন করলেন নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার অনসুল গুপ্তা

শনিবার সেবক রংপো রেল লাইনের কাজ পরিদর্শন করলেন নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার অনসুল গুপ্তা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন পর্যটকদের কথা ও সিকিমের বাসিন্দাদের কথা মাথায় রেখে সেবক স্টেশনকে সাজিয়ে তোলার জন্য কি কি প্রয়োজন রয়েছে তা আমরা চিন্তা ভবনা করছি। আগামী এক বছরের মধ্যে সেই কাজ সম্পূর্ণ করা হবে। এর পাশাপাশি তিনি আরও বলেন জমি জটের যে সমস্যা ছিল তা দুই রাজ্য সিকিম ও পশ্চিমবঙ্গের তা অনেকটাই সমাধান হয়ে গিয়েছে। কিন্তুু ধসের জন্য কাজ অনেকটাই পিছিয়ে গিয়েছে। বিশেষ করে বর্ষাকালে ধসের ফলে অনেক ক্ষতি হয়েছে। তবুও আশা করছি ২০২৩সালের শেষে দিকে সম্পূর্ন কাজ শেষ হয়ে যাবে।

Developed by