Home / Breaking News / প্রাচীন রীতি মেনে কোচবিহার মদন মোহন মন্দিরে শুরু হলো বড় তারা মায়ের পুজো

প্রাচীন রীতি মেনে কোচবিহার মদন মোহন মন্দিরে শুরু হলো বড় তারা মায়ের পুজো

প্রাচীন রীতি মেনে কোচবিহারে শুরু বড় তারা পুজো। রাজ ঐতিহ্য মেনে কোচবিহার মদন মোহন মন্দিরে বড় তারা মায়ের প্রতিমা তৈরির কাজ চলছে যোগ কদমে। হাতে আর মাত্র কয়েক ঘন্টা তার পড়েই কালী পুজো। কালী পুজোর দিন কোচবিহার মদন মোহন মন্দিরে পুজিত হন মা বড় তারা। এই তারা মায়ের রূপ এবং বড়ন মদন মোহন মন্দিরে অবস্থিত তারা মায়ের সাথে একদম একই।এই তারাব মায়ের পুজো শুরু হয় আজ থেকে প্রায় ১৫০ বছর আগে। প্রাচীন কালে কোচবিহার রাজবাড়িতে এই পুজো হয়ে থাকতো পরে এই পুজো রাজবাড়ি থেকে কোচবিহার মদন মোহন মন্দিরে স্থানান্তরিত হয়।রাজ পুরোহিত বলেন, প্রাচীন রীতি মেনেই কোচবিহার মদন মোহন মন্দিরে আগামীকাল বৃহস্পতিবার পুজিত হবে মা বড় তারা। এই পুজোতে অন্য ভোগ থেকে শুরু করে সকল ধরনের নিয়ম মেনে পুজো সম্পূর্ণ হবে বলে জানান তিনি।

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …