Breaking
15 Dec 2025, Mon

আমরা তো এখানে জিতেই আছি শান্তিপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে এসে এ কথা বললেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর

জেএনএফ ওয়েব ডেস্ক :-আমরা তো এখানে জিতেই আছি শান্তিপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচারে এসে এ কথা বললেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর। বুধবার শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থীর সমর্থনে শান্তিপুরের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন শান্তনু ঠাকুর। পাশাপাশি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস কে সাথে নিয়ে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে জনসংযোগ কর্মসূচি করলেন। জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের অভাব এবং অভিযোগ জানার চেষ্টা করেন তিনি, এছাড়াও শান্তিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসকে দুহাত তুলে আশীর্বাদ করার জন্য আবেদন জানান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই কেন্দ্রে আমাদের জেতার কিছু নেই এমনিতেই আমরা জিতে আছি। গত বিধানসভা ভোটে জগন্নাথ সরকারকে শান্তিপুর বাঁশি দুই হাত তুলে আশীর্বাদ করেছিল বলেই তিনি জয় যুক্ত হয়েছিলেন উপ নির্বাচনের ক্ষেত্রেও তাই হবে। বিজেপির পক্ষে রায় দেবে শান্তিপুর বাঁশি, আর এই কেন্দ্রে বিজেপি যদি জয়যুক্ত হয় তাহলে খুবই অল্প দিনের মধ্যেই গড়ে উঠবে সোনার শান্তিপুর কথা দিয়ে গেলাম শান্তিপুরে এসে।

Developed by