Home / Breaking News / ঝাড়গ্রাম শহরের জল নিকাশি ব্যবস্থাকে চাঙ্গা করতে রাস্তায় নামলেন ঝাড়গ্রাম পৌরসভা সদ্য দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক কবিতা ঘোষ

ঝাড়গ্রাম শহরের জল নিকাশি ব্যবস্থাকে চাঙ্গা করতে রাস্তায় নামলেন ঝাড়গ্রাম পৌরসভা সদ্য দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক কবিতা ঘোষ

জেএনএফ ওয়েব ডেস্ক : গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর । তার আগেই ঝাড়গ্রাম শহরের জল নিকাশি ব্যবস্থাকে চাঙ্গা করতে রাস্তায় নামলেন ঝাড়গ্রাম পৌরসভা সদ্য দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক কবিতা ঘোষ । বিশ্বকর্মা পূজার আগের দুদিনের টানা নিম্নচাপের বৃষ্টিতে বন্যার পরিস্থিতি হয়ে ছিল ঝাড়গ্রাম শহরে । নিকাশি ব্যবস্থা না থাকার কারণে বহু বাড়িতে জল ঢুকে যায় । উত্তেজিত পৌর নাগরিকরা ঝাড়গ্রাম শহরের বুকে ৫ নাম্বার রাজ্য সড়ক অবরোধ করে । তারা দাবি তোলেন পৌর এলাকার নিকাশি ব্যবস্থা সতেজ করতে হবে তা না হলে তাদের বাড়িতে জল ঢুকে পড়ছে । কবিতা ঘোষ অবরোধ স্থলে পৌঁছে পৌর নাগরিকদের নিকাশি ব্যবস্থা সতেজ করার আশ্বাস দিয়ে পথ অবরোধ তুলেন । পুনরায় নিম্নচাপের বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর । তার আগেই নিজের কথা রাখতে নিজে দাঁড়িয়ে থেকে শহরের প্রধান নিকাশি নালা গুলিকে সংস্কারের কাজে লেগে পরেছেন । কবিতা ঘোষ জানান , নিম্নচাপের জেরে বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর ।  তাই কেকেআই স্কুল থেকে শুরু করে মেন রাস্তার দুই পাশে যে মূল ট্রেন গুলি রয়েছে সেগুলি রেল কলোনি পর্যন্ত পরিস্কারের কাজ চলছে । এগুলি পরিষ্কার হয়ে গেলে শহরে যতই বৃষ্টি হোক না কেন জল সঙ্গে সঙ্গে নেমে যাবে । ফলে কারো বাড়িতেই আর জল ঢুকবে না । তিনি পৌর নাগরিকদের সহযোগিতার চেয়ে তিনি বলেন,  পৌর নাগরিকদেরও আমাদের সহায়তা করতে হবে । ড্রেনের মধ্যে জঞ্জাল ফেলবেন না ।  আমাদের পৌরসভার গাড়িগুলি বাড়ি বাড়ি গিয়ে জঞ্জাল সংগ্রহ করে ওইখানে বাড়ির জঞ্জাল ফেলুন ।

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …