Breaking
22 Jan 2026, Thu

নিজের ঘরেই আগুন লেগে মৃত্যু হল ৭২ বছরের বৃদ্ধের

জেএনএফ ওয়েব ডেস্ক :নিজের ঘরেই আগুন লেগে মৃত্যু হল রাধারমন সরকারের।৭২ বছরের বৃদ্ধ গত তিন বছর ধরে অসুস্থতার কারনে শয্যাশায়ী। আজ সকালে তার দগ্ধ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ থানার পুলিশ।  কিভাবে আগুন লেগেছে তদন্ত করছে রায়গঞ্জ থানার পুলিশ সেই কারণে বাড়ির তিনজনকে ছেলে, ছেলের বৌ এবং ছেলের শাশুড়িকে  আটক করে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ থানার জিজ্ঞাসাবাদের জন্য।

Developed by