Breaking
15 Dec 2025, Mon

খুঁটি পূজার মধ্য দিয়ে শারদ উৎসবের প্রস্তুতি শুরু কোচবিহার নিউটাউন ইউনিটের

জেএনএফ ওয়েব ডেস্ক: খুঁটি পুজোর মধ্য দিয়ে কোচবিহার নিউটাউন ইউনিটের দুর্গা পুজোর শুভ সূচনা হল আজ। আজ কোচবিহার সংলগ্ন নিউটাউন এলাকায় নিউ টাউন ইউনিটের উদ্যোগে এই খুঁটি পুজো সম্পূর্ণ হয়। এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন, ক্লাব সভাপতি, সম্পাদক সহ স্থানীয় সকল মানুষেরা।
নিউটাউন ইউনিটের পক্ষে অভিষেক সিংহ রায় জানান, আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গা পুজোর শুভ সূচনা হল। এবারে দুর্গা মা কন্যা রুপে এখানে দেখা যাবে। স্বাস্থ্য বিধি মেনে, সরকারি যা নির্দেশ আছে তা মেনে পুজো করা হবে। তিনি আরও বলেন, প্রতিবারের ন্যায় এবছরও বস্ত্র বিতরণ সহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। অন্য সববারের তুলনায় এবার পুজোর বাজেট অনেকটাই কম। তবে প্রতিবারের মতো এবছরও জন সাধারণের জন্য নতুনত্ব থাকছে।
করোনা মহামারি নিয়ে এখনও বিধি নিষেধ থাকলেও এবার কোচবিহারের প্রায় সব কটি পূজা কমিটি পূজা করার উদ্যোগ নিয়েছে। অনেকে ইতিমধ্যেই মণ্ডপ তৈরির কাজ সরু করে দিয়েছে। এদিন বেশ কয়েকটি পূজা উদ্যোক্তাদের সাথে নিউটাউন ইউনিটের খুঁটি পূজা অনুষ্ঠিত হয়েছে।

Developed by