Breaking
8 Dec 2025, Mon

মাস্ক ছাড়াদের ধরতে বিশেষ অভিযানে নামল কোচবিহার পুরসভা

জেএনএফ ওয়েব ডেস্ক:- কোচবিহার: মাস্ক ছাড়াদের ধরতে বিশেষ অভিযানে নামলো কোচবিহার পুরসভা। আজ কোচবিহার পুরসভার স্যানিটারি ইন্সপেক্টরের নেতৃতে কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংলগ্ন দাস ব্রাদার্স, মিনাকুমারি চৌপথী সহ বিভন্ন জায়গায় এই অভিযান দেখা যায়। মাস্ক ছাড়া মানুষদের আজ ১০০ টাকা পর্যন্ত ফাইন করা হয়। আবার কেউ কেউ বচসায় জড়িয়ে পরলে তাদেরকে গাড়িতে তুলে সোজা থানা নিয়ে যেতেও দেখা যায় এদিন।
এব্যপারে কোচবিহার পুরসভার স্যানিটারি ইন্সপেক্তার বিশ্বজিৎ রায় জানান, আজ কোচবিহার শহরের বিভিন্ন জায়গায় দল ভাগ করে এই অভিযানে নামেন। করোনার প্রকোপ একটু কমতেই কোচবিহারে দেখা যাচ্ছে অন্নক মানুষ মাস্ক ছাড়া এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে সচেতন করতে এই অভিযান।

Developed by