Breaking
15 Dec 2025, Mon

নতুন করে জ্বর ও সর্দি কাশি নিয়ে শিশুরা আক্রান্ত হচ্ছে নদীয়া জেলায়

জেএনএফ ওয়েব ডেস্ক :-নতুন করে বিভিন্ন উপসর্গ নিয়ে আক্রান্ত হচ্ছে একাধিক শিশু জ্বর সর্দি কাশি এই ধরনের উপসর্গ নিয়ে মঙ্গলবার রানাঘাট হাসপাতালে আক্রান্ত শিশুদের পরিবার হাসপাতালের আউটডোরের শিশু বিভাগে লাইন দিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, এখনো পর্যন্ত বিভিন্ন উপসর্গ নিয়ে যে সকল শিশু আক্রান্ত হয়েছে তাদের ইতিমধ্যে চিকিৎসা শুরু হয়েছে। অনেক শিশুরিই চিকিৎসা হওয়ার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে, যদিও প্রত্যেক বছরই এই সিজনে বিভিন্ন ধরনের উপসর্গর শিকার হয় শিশুরায়। স্বভাবতই চিন্তার বিষয় হলেও ঠিক সময়ে চিকিৎসা করলে তার সমাধানের উপায় সম্ভব। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেও এসব উপসর্গ গুলির উপরে নজর রাখছে যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়। প্রত্যেক শিশুদের পরিবারের উচিত কোনরকম ভাবে যদি উপসর্গ দেখা দেয় তাহলে তাদের স্থানীয় হাসপাতলে নিয়ে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে।

Developed by