Breaking
15 Dec 2025, Mon

ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে এক চিনা নাগরিক গ্রেফতার

জেএনএফ ওয়েব ডেস্ক :ফের ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে এক চিনা নাগরিককে ধরল এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃতের নাম লবসাঙ নিউমা (৩৫)। জানা গিয়েছে যে শনিবার বিকালে অবৈধভাবে ভারত থেকে নেপালে প্রবেশের সময় এসএসসি জওয়ানদের সহেন্দ হয় এবং আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চিন ও ভারতের পরিচয়পত্র। এরপর ওই চিনা নাগরিককে শনিবার রাতে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে চিনের নাগরিকত্বের আইডেন্টিটি কার্ড সহ ভারতীয় আঁধার কার্ড,ভোটার আইডেন্টিটি কার্ড,প্যানকার্ড,দুটি মোবাইল, একটি ট্যাব, বৌদ্ধ সন্যাসির আইডেন্টিটি কার্ডসহ বেশকিছু সামগ্রী উদ্ধার করেছে। এর পাশাপাশি ভারতীয় ৩৫৬৯০টাকা এবং নেপালী ৮৩১০০ টাকা উদ্ধার করা হয়েছে। এসএসবি সূত্রে জানা যায়, ধৃত চিনা নাগরিক দীর্ঘদিন কর্ণাটকে ছিল। ওই ব্যক্তি শনিবার বিমানে করে ব্যাঙ্গালুরু থেকে ৮টা৩৫ মিনিটে বাগডোগড়া বিমান বন্দরে অবতরণ করে। এরপর বিকেল চারটা নগদ নেপালে প্রবেশের সময় পানিট্যাঙ্কিতে ধড়ে ফেলে এসএসবি।এসএসবি এদিন সন্ধ্যায় ধৃতকে সীমান্তের রানীগঞ্জ ইমিগ্রেশন চেক পোস্টে হস্তান্তর করে। রাত দশটা নাগাদ ধৃতকে খড়িবাড়ি থানার হাতে তুলে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলে খড়িবাড়ি পুলিশ। তদন্তের স্বার্থে ধৃত চিনা নাগরিককে ১৪ দিনেল পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। তবে ধৃত চিনা নাগরিক কি কারনে ভারতে এসেছিল, কেনই বা নেপালে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। কিভাবে ওই চীনা নাগরিক ভারতীয় পরিচয় পত্র তৈরি করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Developed by