Breaking
8 Dec 2025, Mon

রানাঘাট নজরুল মঞ্চে আয়োজিত হলো এক আলোচনা সভা

জেএনএফ ওয়েব ডেস্ক :-নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার ডাকে আজ রানাঘাট নজরুল মঞ্চে আয়োজিত হলো এক আলোচনা সভা।এদিনের আলোচনা সভায় তৃণমূলে কংগ্রেসের সংগঠনকে কিভাবে আরো শক্তিশালী করা যায় সেবিষয়ে আলোচনা হয়।এদিনের সভায় বিজেপি থেকে বেশ কিছু নেতৃত্ব তৃণমূল যোগ দেন।লোকসভা ও বিধানসভা ভোটের আগে যেসমস্ত পঞ্চায়েতের পদাধিকারীরা বিজেপিতে যোগ দিয়েছিল,সেই সমস্ত বিজেপি নেতৃত্ব আজ আবার তৃণমূলের ছাতার তলায় আসে।এদিনের যোগদান পর্বে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী রত্না ঘোষ কর,সাংসদ আবিররঞ্জন বিশ্বাস,নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু,নদিয়া জেলা পরিষদের সহসভাধিপতি দীপক বসু সহ তৃণমূল নেতৃত্ব।এদিন তৃণমূল শিক্ষক সংগঠনেও যোগ দেন বেশকিছু দলত্যাগী  শিক্ষক নেতৃত্ব।

Developed by