Breaking
23 Dec 2025, Tue

শিলিগুড়ি মহকুমার মুরালিগঞ্জ থেকে ২০টি মহিষ ও ৫টি গরু সহ গ্রেফতার এক

গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জে অভিযান বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি ১৪চাকা লড়ি আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মহিষ ও গরু। এই ঘটনায় ওই লড়ির চালককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম উমর পারুক(২৯)। সে বিহারের বীরনগর এলাকার বাসিন্দা। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ওই লড়ি থেকে ২০টি মহিষ ও ৫টি গরু উদ্ধার হয়েছে। এবং উদ্ধার হওয়া মহিষ ও গরু ইসলামপুরের দিক থেকে শিলিগুড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ।

Developed by