Breaking
8 Dec 2025, Mon

পথ দুর্ঘটনায় মৃত্যু  এসএসবি জাওয়ান অমিত রায়ের গান সেলুটের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল

জেএনএফ ওয়েব ডেস্ক :-শনিবার সন্ধ্যায় আসামের তেজপুর এলাকায় সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় ময়নাগুড়ির ভাঙারহাট এলাকায় এসএসবি জাওয়ান অমিত রায়ের।  সোমবার সকালে ভাঙারহাট এলাকায় নিজের বাড়িতে গান সেলুটের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল। জানা গেছে তিনি প্রায় দশ বছর আগে এসএসবিতে নিযুক্ত হন। এবং দায়িত্বের সাথে দেশসেবার কাজে নিযুক্ত ছিলেন। শনিবার ডিউটি শেষে ঘুরতে  যাওয়ার পথে এক বৃদ্ধা সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে তিনি তার স্কুটি থেকে ছিটকে পড়ে এবং মাথায় গুরতর চোট পান। এর পর স্থানীয়রা উদ্ধার করে এসএসবি ক্যাম্পে নিয়ে যায় এবং পরবর্তীতে তেজপুর কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘন্টাখানেক পর তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়ে। পরবর্তীতে এসএসবি ক্যাম্প থেকে ময়নাগুড়ির পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ পরিবারের সাথে যোগাযোগ করে।
তার বাড়িতে রয়েছে এক পাঁচ বছরের কন্যা সন্তান, স্ত্রী এবং বাবা-মা, এদিন  এলাকাবাসী সহ এসএসবির অধিকারীকের উপস্থিততে মৃত এসএসবি জাওয়ানকে বিদায় জানানো হয়। জাওয়ানে এই অকাল প্রয়াণে
শোক ছায়া নেমে আসে এলাকায়।

Developed by