Breaking
23 Jan 2026, Fri

পুরসভার সহযোগিতায় এলাকার বাসিন্দাদের ধাপে ধাপে স্বাস্থ‍্য পরীক্ষার উপর জোর দিয়েছে ১নং পৌর ওয়ার্ড কমিটি

জেএনএফ ওয়েব ডেস্ক :-পুরসভার সহযোগিতায় এলাকার বাসিন্দাদের ধাপে ধাপে স্বাস্থ‍্য পরীক্ষার উপর জোর দিয়েছে ১নং পৌর ওয়ার্ড কমিটি। সোমবার স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল রাজবাড়ী আর আর প্রাথমিক বিদ্যালয়ে। ১নম্বর পৌর ওয়ার্ড কমিটির পক্ষ্য থেকে এবং সহযোগিতায় জলপাইগুড়ি পুরসভা। এদিনের শিবির থেকে সাধারণ মানুষদের বিনামূল্যে ঔষধ দেওয়ার ব‍্যবস্থা করা হয়। পেসার মাপা, সুগার পরীক্ষা করা হচ্ছে স্বাস্থ্য শিবিরে। জেনারেল ফিজিসিয়ান এস,কে মিত্র সহ ৪জনের প্রতিনিধিরা শিবিরে অংশ গ্রহন করেন । ১নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সম্রাট রায় চৌধুরী বলেন,, সাধারণ মানুষরা বিনামূল্যে স্বাস্থ‍্য পরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধ পান তার জন্যই এই স্বাস্থ‍্য শিবের আয়োজন ।

Developed by