Breaking
17 Dec 2025, Wed

লড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যাক্তির

জেএনএফ ওয়েব ডেস্ক লড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যাক্তির, এদিন দুপুর নাগাদ ঘটনাটি ঘটে ইটাহার থানার মারনাই অঞ্চলের আম পাড়া এলাকায়, জানা গেছে ইটাহার থানার পাশ্ববর্তী থানা হড়িরামপুর থানার সইদপুর গ্রামের বাসিন্দা আজমুল ইসলাম নিজের মোটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মালদহ মুখি একটি লড়ি ধাক্কা মারলে ঘটনা স্হলে মৃত্যু হয় আজমুল ইসলামের, ফলে এলাকায় জান জটের সৃষ্টি হয়, খবর পেয়ে মৃতার পরিবারের লোকজন আসে, দুর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে য়ায় ইটাহার থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ, ঘাতক লড়ির খোঁজ শুরু করেছে ইটাহার থানার পুলিশ।

Developed by