Breaking
15 Dec 2025, Mon

ভ্যাকসিন বিষয়ক এক জরুরি আলোচনা সভা আয়োজিত হল রানাঘাট পৌরসভার চূর্ণী সভাগৃহে

জেএনএফ ওয়েব ডেস্ক :-ভ্যাকসিন বিষয়ক এক জরুরি আলোচনা সভা আয়োজিত হল রানাঘাট পৌরসভার চূর্ণী সভাগৃহে। রানাঘাট পৌরসভার তত্ত্বাবধানে বেশ কিছুদিন ধরেই হচ্ছে ভ্যাকসিনেশন প্রোগ্রাম। কিন্তু এখনো ভ্যাকসিনেশন সেন্টারের বাইরে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। এ বিষয়ে আজ রানাঘাট মহকুমার স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তাদের  সঙ্গে বৈঠকে বসেন রানাঘাটের পৌর প্রশাসক মন্ডলী।বৈঠকে অংশ নেয় মহকুমা শাসক রানা কর্মকার। উপস্থিত ছিলেন রানাঘাটের ACMOH পুষ্পেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা।

Developed by