ভয়াবহ পথদুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক বাইক আরোহীর এলাকায় চাঞ্চল্য। জানা যায় বৃহস্পতিবার বেলা এগারোটা ত্রিশ নাগাদ শান্তিপুর কুলো চন্ডীতলা এলাকায় একটি লরির সাথে বায়িকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। মৃত ব্যক্তির নাম কুতুব উদ্দিন মন্ডল( 40) বাড়ি নদীয়ার নবদ্বীপ থানার অন্তর্গত ফকির ডাঙ্গা পাড়া এলাকায়। জানা যায় কুতুব উদ্দিন মন্ডল বাইক চালিয়ে শান্তিপুরের দিকে আসছিল অপরদিকে একটি লরি নবদ্দীপ ভালুকার দিকে যাচ্ছিল। তখনই শান্তিপুর বাগআঁচড়া কুলো চন্ডীতলায় ঘটে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহী কুতুব উদ্দিন মন্ডলের। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ঘাতক লড়িটিকে আটক করে। যদিও এই ভয়াবহ পথদুর্ঘটনায় ঘটনাস্থলেই এক বাইক আরোহীর মৃত্যু হওয়ায় এলাকায় যথেষ্টই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।




