Breaking
8 Dec 2025, Mon

তালা বন্ধ ঘর থেকে এক বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধার কে ঘিরে এলাকায় চাঞ্চল্য

জেএনএফ ওয়েব ডেস্ক :-তালা বন্ধ ঘর থেকে এক বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধার কে ঘিরে এলাকায় চাঞ্চল্য। পুলিশ গিয়ে তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। জানা যায় নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত সুকুল রোড চৌরাস্তা এলাকার বাসিন্দা সুমন আচার্য তার মা ঝরনা আচার্য কে নিয়ে বসবাস করতেন। গত তিনদিন আগে বৃদ্ধা ঝরনা আচার্য শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। ছেলে সুমন আচার্য সেই অবস্থাতেই মা ঝরনা আচার্যকে ঘরের ভিতরে ফেলে রেখে তালা বন্ধ করে পালিয়ে যায়। আজ সকালে ঘরের ভেতর থেকে পচা দুর্গন্ধ বেরোতে দেখে এলাকার লোকজন। খবর দেয় কোতোয়ালি থানায়, ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। এরপর তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দেখে ওই বৃদ্ধা পচা-গলা মৃত অবস্থায় পড়ে রয়েছে। মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ, এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য ছেলে সুমন আচার্য কে আটক করেছে পুলিশ। এলাকায় সূত্রের খবর অভিযুক্ত ছেলের মানসিক সমস্যা ছিল।

Developed by