Breaking
6 Dec 2025, Sat

ধারালো অস্ত্র দিয়ে বৌদিকে কুপিয়ে খুন করার অভিযোগ দেওরের বিরুদ্ধে

জেএনএফ ওয়েব ডেস্ক : ধারালো অস্ত্রের দিয়ে বৌদিকে কুপিয়ে খুন করার অভিযোগ দেওরের বিরুদ্ধে। । মঙ্গলবার দুপুর দুটো নাগাদ কোচবিহার জেলার তুফানগঞ্জ এর, অন্দরান ফুলবাড়ীর কদমতলা এলাকার ঘটনা। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত ওই মহিলার নাম জয়ন্তি বর্মন (বয়স ২৯)। ঘাতক দেওরের নাম জয়কান্ত বর্মন। বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার পর নিজেই তুফানগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন ঘাতক ব্যক্তি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। মৃত স্ত্রীকে দেখতে হাসপাাতালে ছুটে আসে স্বামী, দেখতে এসে নিজেই অসুস্থ হয়ে কিন্তু মহিলার স্বামী বর্তামনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মৃত জয়ন্তী বর্মন এর  তার দেওর জয়কান্ত বর্মনের বচসা বাঁধে, তারপরে বাড়িতে থাকা কুড়াল দিয়ে কোপ দিয়ে খুন করে তার বৌদিকে, যদিও পরবর্তীতে নিজেই ধারালো অস্ত্রসহ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ঘাতক ওই ব্যাক্তি।

Developed by