Breaking
5 Dec 2025, Fri

জলপাইগুড়ি কোতয়ালী থানা এবং সদর ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে ” সেফ ড্রাইভ সেভ লাইফ ডে” কর্মসূচি

জেএনএফ ওয়েব ডেস্ক :- জলপাইগুড়ি কোতয়ালী থানা এবং সদর ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে ” সেফ ড্রাইভ সেভ লাইফ ডে” কর্মসূচি পালন হল জলপাইগুড়িতে।  বৃহস্পতিবার শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে  এই কর্মসূচি পালন করা হয়। মাস্ক বিহীন দের মাস্ক পড়িয়ে দেয় পুলিশ। এছাড়াও বিনা হেলমেটে রাস্তায় বের হওয়া বাইক ও স্কুটি  চালকদের  চকলেট ও গোলাপ ফুল তুলে দেওয়া হয়। পাশাপাশি “সেফ ড্রাইভ সেভ লাইফ” স্টিকার লাগালো হয় গাড়িতে। এছাড়াও সাধারণ মানুষদের  সচেতন করতে  হ‍্যান্ডবিল দেওয়া হয়। উপস্থিত ছিলেন কোতয়ালী থানার আইসি অর্ঘ্য সরকার, সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা‌। ট্রাফিক  নিয়ে সচেতনা বাড়াতে এধরনের কর্মসূচীর আয়োজন করা হয়েছে। কোতয়ালী থানার আইসি অর্ঘ্য সরকার জানান,,   সকলকে সচেতন হতে হবে  ট্রাফিক আইন বিষয়ে।

Developed by