Breaking
18 Dec 2025, Thu

বাড়ি ঘুরে তপশিল উপজাতি সম্প্রদায়ের মানুষদের খোঁজ খবর নিচ্ছেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার

জেএনএফ ওয়েব ডেস্ক:- শনিবার রাভা বস্তির বাড়ি বাড়ি ঘুরে তপশিল উপজাতির এই রাভা সম্প্রদায়ের মানুষদের খোঁজ খবর নিয়েছেন আলিপুরদুয়ারের মহকুমা শাসক বিপ্লব সরকার। তারা কি কি সরকারি সুযোগ সুবিধে পাচ্ছেন তা যেমন খোজ নিয়েছেন তেমনি আরও কি কি সরকারি পরিষেবা পেতে পারেন তার বিস্তারিত নিজে মুখেই জানিয়েছেন মহকুমা শাসক। এদিন মহকুমা শাসক বিপ্লব সরকার বলেন, ” রাভা বস্তিতে গিয়েছিলাম। সেখান কার মানুষদের খোজ খবর নিয়েছি। এটা জেনে খুব ভাল লাগল যে রাভা বস্তির প্রায় সকলেই বিভিন্ন রকম সরকারি সুবিধে ও পরিষেবা পাচ্ছেন। লক্ষ্মী ভান্ডার সহ আরও কি কি সরকারি পরিষেবা তারা পেতে পারেন তা তাদের বলা হয়েছে।” এর আগে করোনা বিধিনিষেধ নিয়ে রাস্তায় নেমেছিলেন মহকুমা শাসক বিপ্লব সরকার। এবার রাভা বস্তির অন্দরে ঢুকে মানুষের খোজ নেওয়ায় মহকুমা শাসকের ভুমিকার প্রশংসা হচ্ছে বিভিন্ন মহলে।

Developed by