Breaking
17 Dec 2025, Wed

তৃণমূল পার্টি অফিসে ভ্যাকসিন দেওয়ার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির

জেএনএফ ওয়েব ডেস্ক :- তৃণমূল এর দলীয় কার্যালয়ে করণা টিকা দেওয়াকে কেন্দ্র করে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। শুক্রবার ঘটনাটি ঘটেছে বক্সিরহাট থানার মহিষকুচি ২নং গ্রাম পঞ্চায়েতের বাকলাবাজার এলাকায়। ওই ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বক্সিরহাট থানার বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ বার্তালাপ এর পর খুব শীঘ্রই তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
পথ অবরোধকারীদের পক্ষে সুজিত সাহা নামে এক বিজেপি কর্মী অভিযোগ করে বলেন, করে বলেন,প্রতিনিয়ত সাধারণ মানুষ ভ্যাকসিন এর জন্য হয়রানি শিকার হচ্ছেন। গত বুধবার মহিষকুচি ২ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলীয় কার্যালয় স্বাস্থ্যকর্মীদের দিয়ে বেছে বেছে তৃণমূল কর্মীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে এদিন রাজ্য-সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা।

Developed by