Breaking
24 Dec 2025, Wed

১৪ ফুট লম্বা একটি অজগর উদ্ধার

জেএনএফ ওয়োব ডেস্ক :- অজগর উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। প্রায় ১৪ ফুট লম্বা একটি অজগর উদ্ধার হল, আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের পূর্ব মাদারিহাট এলাকা থেকে। শনিবার সকালে পূর্ব মাদারিহাট এলাকায় মোতি দাসের মুরগির খোপে একটি বিশালাকার অজগর দেখতে পেয়ে বনদপ্তরে খবর দিলে ঘটনাস্থলে বনদপ্তরের জলদাপাড়া বনবিভাগের বনকর্মীরা এসে ওই ১৪ ফুট লম্বা অজগরটিকে উদ্ধার করে।

Developed by