Breaking
8 Dec 2025, Mon

মাধ্যমিকে প্রথম ৭৯ জন এর মধ্যে রয়েছে নদিয়ার কৃষ্ণনগরের সৃজিতা মন্ডল

জেএনএফ ওয়েব ডেস্ক :-মাধ্যমিকে প্রথম ৭৯ জন এর মধ্যে রয়েছে নদিয়ার কৃষ্ণনগরের সৃজিতা মন্ডল। মাধ্যমিকের ফলাফল বেরোনোর পরে উচ্ছ্বাসিত গোটা কৃষ্ণনগর। নদিয়ার কৃষ্ণনগরের মৃণালিনী গার্লস হাই স্কুলের ছাত্রী বরাবরই মেধাবী। বিদ্যালয়ের প্রতিটি ক্লাসের পরীক্ষার ফলাফল ছিল নজরকাড়া। সেই কারণেই সৃজিতা কে নিয়ে সবসময় শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে চর্চার বিষয় হয়ে থাকতো। মাধ্যমিকে ভালো ফলাফল করবে এটুকু আশা ছিল সৃজিতা মন্ডলের পরিবার এবং শিক্ষক-শিক্ষিকাদের। কিন্তু প্রথম স্থান অধিকার করেছে এটা তাদের কাছে বাড়তি পাওনা। ফলাফল প্রকাশ হওয়ার পরেই সৃজিতা পরিবার এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে শুরু হয় মিষ্টি বিতরণ। সৃজিতা ৬৯৭পেয়ে মাধ্যমিকে ৭৯ জন এর মধ্যে নিজের নাম তালিকাভুক্ত করেছে।

Developed by