Breaking
17 Dec 2025, Wed

করোণা মহামারীর তৃতীয় ঢেউ রুখতে যৌথ উদ্যোগে মাথাভাঙ্গা শহরে প্রশাসনিক কর্মকর্তাদের

জেএনএফ ওয়েব ডেস্ক :- করোনা মহামারীর তৃতীয় ঢেউ রুখতে যৌথ উদ্যোগে মাথাভাঙ্গা শহরে প্রশাসনিক কর্মকর্তারা। পৌরসভার উদ্যোগে লাগাতার চলছে মাক্স পড়া ও করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার প্রচার। এদিন মাথাভাঙা শহরে বিনা মাক্স বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
এ দিনের অভিযানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা, ডেপুটি ম্যাজিস্ট্রেট খেশং ভুটিয়া, এসডিপিও সুরজিৎ মন্ডল, আইসি বিনোদ গাজমের সহ বিভিন্ন প্রশাসনিক অধিকারীকরা।
মহকুমা শাসক অচিন্ত্যকুমার হাজরা জানান, করোনা তৃতীয় ঢেউ নর্থ ইস্টে প্রভাব বেশি ফেলবে বলে মনে করা হচ্ছে। তাই আগে থেকেই সংক্রমন রুখতে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এদিন শহরে মাস্ক না পড়ে আসা ব্যক্তিদের আটক করে জরিমানা করা হয়। সেদিন পচাগর বাজার থেকে বেশকিছু অবৈধ প্লাস্টিকের ক্যারি ব্যাগ আটক করা হয়। পাশাপাশি আগামীতে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করলে জরিমানা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়। এদিন মাথাভাঙা শহরে মোট ২৫ জন ব্যক্তিকে ১০০ টাকা করে জরিমানা করা হয়। আগামীতে এই অভিযান চালিয়ে যাওয়া হবে বলে জানানো হয়।

Developed by