Breaking
19 Dec 2025, Fri

এবার ভুয়ো আইএএস অফিসারের হদিস নদীয়ার কৃষ্ণনগরে !

জেএনএফ ওয়েব ডেস্ক :- আবারো ভুয়ো আইএএস অফিসার এর হাদিস, এবার আই এ এস অফিসার পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা অভিযোগ কল্যাণী থানায়। জানা যায় নদিয়ার কৃষ্ণনগরে অচিন্ত্য চৌধুরী নামে এক ব্যক্তি তার গাড়িতে ভুয়ো নীল বাতি লাগিয়ে নিজেকে আই এ এস অফিসার হিসাবে পরিচয় দিয়েছে।কল্যাণী থানা এলাকার অভিজিৎ রায় নামে এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন কাজ করে দেওয়ার নাম করে প্রায় ২ লক্ষ ২৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন। অভিজিৎ রায় দীর্ঘদিন ধরে টাকা দেওয়ার পর তার সন্দেহ হয় তিনি আদৌ আইএএস অফিসার কিনা।এর পরেই বিভিন্ন জায়গায় খোজ নিয়ে দেখেন তিনি ভুয়ো আইএএস অফিসার হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। লেখক গোটা রাজ্য জুড়ে এখন জালিয়াতি নিয়ে তোলপাড়। দিন কয়েক আগে নদিয়ার কৃষ্ণনগরে এক মহিলার নিজেকে সিআইডি পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। আবারো সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এ বিষয়ে রানাঘাট কেন্দ্রে সাংসদ জগন্নাথ সরকার বলেন দীর্ঘদিন ধরে অভিজিৎ রায় থানায় অভিযোগ জানাতে গেলেও তার অভিযোগ জমা নেওয়া হয়নি। অর্থাৎ এই ঘটনায় পরিষ্কার এ রাজ্যের শাসক দলের নেতা-নেত্রীরা জালিয়াতির সঙ্গে জড়িত।

Developed by