Breaking
8 Dec 2025, Mon

বাগডোগরা বিমানবন্দরে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ ভাই মোদি

জেএনএফ ওয়েব ডেস্ক :-বুধবার সিকিম সফরে এসে বাগডোগরা বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ ভাই মোদি। এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি প্রহ্লাদ ভাই মোদি বলেন যে সিকিমের মানুষকে প্রনাম জানাতে এই সফর। পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্র নয় আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর ক‍রতে হয়। যদি আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম কমে তাহলেই দাম কমবে। এই ব্যবস্থা রাজীব গান্ধীর আমল থেকেই হয়ে আসছে। তবে রাজীব গান্ধীর সময় থেকে যে জঞ্জাল ছিল তাকেই পরিষ্কার করছে বর্তমান সরকার। আর তারই ফল পাচ্ছে। এরপর সোজা সিকিমের উদ্দেশ্যে রাওনা দেন তিনি।

Developed by