Breaking
19 Dec 2025, Fri

করোনা আবহে এবছর দুর্গা পূজার কিছু পরিবর্তন আনলো শিল্প সমিতিপাড়ার সেন বাড়ি, রথের দিন কাঠামো পূজা হল নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে

জেএনএফ ওয়েব ডেস্ক :- করোনা আবহে এবছর দুর্গা পূজার কিছু পরিবর্তন আনলো শিল্প সমিতিপাড়ার সেন বাড়ি, রথের দিন কাঠামো পূজা হল নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে। করোনা আবহে কাঠামের উপর প্রতিমা তৈরি করে এবছরে প্রথম রথের দিন কাঠামোর পূজা করা হল। সেন পরিবারের এক সদস্য অনির্বাণ সেনগুপ্ত বলেন করোনা আবহে এবছর পরিবর্তন করতে হয়েছে। আজকে রথযাত্রার দিন কাঠামোর পূজা হল পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে। তিনি বলেন দুর্গা পূজার কাউনডাউন এদিন থেকে শুরু হয়ে গেল । এখন থেকে প্রতিদিন প্রদীপ জালানো হবে মায়ের সামনে । যেহেতু আজকে কাঠামোর পেজো হল। এরপর ধীরে ধীরে রঙের কাজ হবে। মহালয়ার দিন চক্ষু দান।

Developed by