Breaking
8 Dec 2025, Mon

বিধাননগররে লায়েন্স ক্লাব অফ বিধাননগরের পক্ষ থেকে ৬০ জন সাধারণ মানুষের হাতে ছাতা তুলে দিলেন

জেএনএফ ওয়েব ডেস্ক :-রবিবার শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে লায়েন্স ক্লাব অফ বিধাননগরের পক্ষ থেকে ৬০ জন সাধারণ মানুষদের হাতে ছাতা তুলে দিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর থানার ভারপ্রাপ্ত ওসি মানস দাস, লায়েন্স ক্লাব অফ বিধাননগরের চার্টার সভাপতি সুধির ঘোষ,লায়েন্স ক্লাব অফ বিধাননগর এর সভাপতি সৌমেন চৌধুরি,লায়েন্স ক্লাব অফ বিধাননগর এর সচিব সমীর অধিকারী,ক্লাব প্রসাশক সরবায়ন ঘোষ সহ সকল সদস্য। এদিন প্রায় ৬০ জন সাধারণ মানুষের হাতে ছাতা তুলে দেন। এর পাশাপাশি ট্রাফিক পুলিশদেরও ছাতা দেওয়া হয়। এই বিষয়ে লায়েন্স ক্লাব অফ বিধাননগরের প্রশাসক সরবায়ন ঘোষ বলেন যে প্রত্যেকে বছরই আমরা ছাতা তুলে দেই। সেই মতো এই বছরও ছাতা তুলে দিলাম। এর পাশাপাশি আগামী রবিবার আমাদের বৃক্ষ রোপণ কর্মসূচি রয়েছে।

Developed by