Breaking
8 Dec 2025, Mon

“Apna Time Aayega” লেখা কালো গেঞ্জি পরে সুসময় এলো না আর এলো দুঃসময় !

জেএনএফ ওয়েব ডেস্ক :- “Apna Time Aayega” লেখা কালো গেঞ্জি পরে সুসময় এলো না আর এলো দুঃসময়। ধরা পড়লো পুলিশের জালে। আন্ত জেলা গাজাপাচার চক্রের পান্ডা দক্ষিন দিনাজপুরের হিলির নয়ন দাসকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে গতকাল রাতে এক বেসরকারি বাস থেকে ২৩ কেজি গাজা সমেত গ্রেফতার করলো রায়গঞ্জ থানার পুলিশ।
গতকাল শিলিগুড়ি মোড় থেকে পাব্লিক বাসে অভিযান চালিয়ে নয়ন দাস নামের এক গাজার স্মাগলারকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। দীর্ঘদিন থেকে দক্ষিণ দিনাজপুরের হিলির বাসিন্দা নয়নের খোজে ছিল পুলিস। গোপন সূত্রের খবর পেয়ে গতকাল রাতে নয়ন দাসকে ২৩ কিলো গাজা সমেত গ্রেফতার করে।আজ তাকে রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞেসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। সুত্রে র খবর আরো গাজা এবং এই দলের বাকীদের খুব শীঘ্রই গ্রেফতার করবে পুলিশ।

Developed by