Breaking
8 Dec 2025, Mon

জয়ঁগা ত্রিবেণী টোল এলাকায় বুধবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়ে গেল একটি ঘর

জেএনএফ ওয়েব ডেস্ক :- জয়ঁগা ত্রিবেণী টোল এলাকায় বুধবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়ে গেল একটি ঘর। এদিন বিকেলে এলাকার বাসিন্দা জয়মঙ্গল সিং এর রান্নাঘরে গ‍্যাস সিলেণ্ডার থেকে আগুন লাগে চোখের নিমেষে অগ্নিকাণ্ড বিশাল আকার ধারণ করে । ঘটনাস্থলে জয়ঁগা দমকল থেকে একটি ইঞ্জিন এসে পৌছায়। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । এই ঘটনায় জয়মঙ্গল সিং এর ক্ষতিগ্রস্ত হয় ঘরে থাকা আসবাবপত্র,জিনিসপত্র শেষ হয়ে যায়।

Developed by