Home / Breaking News / গৃহস্থ বাড়ির শোবার ঘরের ভেতর থেকে উদ্ধার বিষাক্ত গোখরো সাপ আতঙ্কে গোটা পরিবার!

গৃহস্থ বাড়ির শোবার ঘরের ভেতর থেকে উদ্ধার বিষাক্ত গোখরো সাপ আতঙ্কে গোটা পরিবার!

জেএনএফ ওয়েব ডেস্ক :-গৃহস্থ বাড়ির শোবার ঘরের ভেতর থেকে উদ্ধার বিষাক্ত গোখরো সাপ আতঙ্কে গোটা পরিবার। এছাড়াও বিষাক্ত গোখরো সাপের গর্জনে ঘর ছেড়ে আশ্রয় নিলেন অন্যত্রে, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি শান্তিপুর নীর সিংহপুর মধ্য কলোনি এলাকায়। জানা যায় শনিবার সকাল ছটা নাগাদ ওই এলাকার বাসিন্দা সনৎ সাহার বাড়ির শোবার ঘরের মধ্যে হঠাৎই ওই বিষাক্ত গোখরো সাপটি ঢুকে পরে। স্বভাবতই বিষাক্ত গোখরো সাপ দেখে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয় পরিবারের লোকজন। বাড়ির গৃহবধূরা চেঁচামেচি করতেই ছুটে আসে এলাকার লোকজন এরপর তড়িঘড়ি পরিবারের লোকজন ফোন করে বনদপ্তরের। বনদপ্তরে একাধিক বার ফোন করলেও কোনো রকম সদুত্তর না মিলাই অবশেষে স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা কে ফোন করে পরিবার। বেশ খানিকটা সময় বাদে ওই এলাকায় পৌঁছায় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা ঘরের ভেতর থেকে ওই বিষাক্ত গোখরো সাপ টিকে উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় বলে জানান অনুপম সাহা। বেশ খানিকটা সময় এর চেষ্টায় অবশেষে বস্তাবন্দি করে উদ্ধার হয় ওই বিষাক্ত গোখরো সাপটি। উদ্ধার কাজের শেষে অনুপম সাহা জানান, বিষাক্ত গোখরো সাপ টি যথেষ্টই রেগে ছিল যার কারণে অনেকটা সময় লাগলো উদ্ধার করতে। এখন সাপ টিকে উদ্ধার করা হলো শান্তিপুর বাহাদুরপুর পলাশ গাছী বিটের বনা কর্মীদের হাতে তুলে দেয়া হবে।

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …