Breaking
18 Dec 2025, Thu

চারজন ছিনতাই কারীকে গ্ৰেপ্তার করল জয়ঁগা থানার পুলিশ

জে এন এফ ওয়েব ডেস্ক:- চারজন ছিনতাই কারীকে গ্ৰেপ্তার করল জয়ঁগা থানার পুলিশ। শুক্রবার ভারত ভুটান সীমান্ত জয়ঁগা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়ঁগা অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানান, গত ৩০ জুন জয়ঁগা এলাকার বাসিন্দা রাহুল চৌধুরীকে ছিনতাই কারীর দল জয়ঁগা ভুলন চৌপথি এলাকায় আটক করে জঙ্গলে নিয়ে গিয়ে ছিনতাই করে এবং তার কাছ থেকে ৯৩ হাজার ৮০০ টাকা ছিনতাই করা হয়। এই ঘটনার পর রাহুল চৌধুরী জয়ঁগা থানায় অভিযোগ করে এবং অভিযোগের পর তদন্তে নামে জয়ঁগা থানার পুলিশ। এই ঘটনায় জড়িত চারজন ছিনতাই কারীকে গ্ৰেপ্তার করে তাদের কাছ থেকে ৬৮ হাজার টাকা উদ্ধার করা হয় ।

Developed by