Breaking
17 Dec 2025, Wed

0জলপাইগুড়ি সদর হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করলেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু

জেএনএফ ওয়েব ডেস্ক : অবশেষে জলপাইগুড়ি সদর হাসপাতালের অক্সিজেন প্লান্টির শুভ উদ্বোধন হলো শুক্রবার। এদিন জলপাইগুড়ির জেলা শাসক মৌমিতা গোদারা বসু ফিতে কেটে এর উদ্বোধন করলেন। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর রমেন্দ্রনাথ প্রামানিক সহ অন্যান্যরা। করণা পরিস্থিতিতে সদর হাসপাতালের এই অক্সিজেন প্ল্যান্টি থেকে অক্সিজেন উৎপাদনে অনেক সহায়তা হবে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এ বিষয়ে জেলা শাসক মৌমিতা গোদারা বসু ও ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায় কি বলেছেন শুনে নেব।

Developed by