Breaking
16 Dec 2025, Tue

ওয়েবিনারে ৭তম আন্তর্জাতিক যোগা দিবস পালন কাপগাড়ির সেবাভারতী মহাবিদ্যালয়ের


জেএনএফ ওয়েব ডেস্ক : ওয়েবিনারে ৭তম আন্তর্জাতিক যোগা দিবস পালন হল কাপগাড়ির সেবাভারতী মহাবিদ্যালয়ে। কলেজের এনএসএস ইউনিট ও ‘পেফি’র যৌথ উদ্যোগে সোমবার সকাল আটটায় স্বাস্থ্যে যোগার গুরুত্ব সম্পর্কে আলোচনা সভা হয়। ওয়েবিনারে প্রধান বক্তা ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগের অধ্যাপক কল্লোল চট্টোপাধ্যায়, অর্থোপেডিক্স সার্জেন চিকিৎসক কিংশুক মণ্ডল। এদিনের ওয়েবিনারে যোগ দিয়েছিলেন প্রায় একশো জন অধ্যাপক-অধ্যাপিকা-পড়ুয়া-গবেষক। কলেজের অধ্যক্ষ তথা ‘পেফি’র সেক্রেটারি দেবীপ্রসাদ সাহু বলেন,‘এই ওয়েবিনার আমাদের মত জঙ্গলমহলের প্রত্যন্ত কলেজের কাছে স্মরণীয় দিন। ৭তম আন্তর্জাতিক যোগা দিবসের আলোচনায় পড়ুয়া থেকে শিক্ষক সকলেই উপকৃত হবেন।’ বিশ্বভারতীর অধ্যাপক কল্লোল চট্টোপাধ্যায় বলেন,‘যোগা হল স্বাস্থ্যের চাবিকাঠি। আজকের দিনে আমাদের মধ্যে এক অস্থিরতা তৈরি হয়েছে। কোভিড পূর্ববর্তী অবস্থা এবং কোভিড পরবর্তী অবস্থার কারনে। যে অস্থিরতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি তা থেকে বেরিয়ে এসে সুস্থ-সবল ভাবে বেঁচে থাকার একমাত্র উপায় যোগা।’

Developed by