Breaking
17 Dec 2025, Wed

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কাকলী মুহুরী নামে এক পরিচারিকার

জেএনএফ ওয়েব ডেস্ক : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল কাকলী মুহুরী নামে এক পরিচারিকার। ঘটনার বিবরণে প্রকাশ পায়রাডাঙ্গা বাজার পাড়ায় কাকলি মুহুরী জয়া দাস নামে একজনের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। আজ সকালে তিনি প্রতিদিনের মতো আজও কাজ করতে যান।সেখানেই টিউবয়েলে জল তুলতে গিয়ে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হন তিনি।সঙ্গে সঙ্গে তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।মৃত কাকলী মুহুরীর বাড়ি রানাঘাট থানার শিবপুরে।কাকলী মুহুরীর আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠান হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে।

Developed by