Breaking
18 Dec 2025, Thu

শিলিগুড়ির বাসিন্দা নেপাল চক্রবর্তীর শরীরে আটকে যাচ্ছে পয়সা,হাতা,খুন্তি ও মোবাইল ফোন!শিলিগুড়ির বাসিন্দা নেপাল চক্রবর্তীর শরীরে আটকে যাচ্ছে পয়সা,হাতা,খুন্তি ও মোবাইল ফোন!

জেএনএফ ওয়েব ডেস্ক : শিলিগুড়ির ভারত নগরের বাসিন্দা নেপাল চক্রবর্ত্তীর শরীরে আটকে যাচ্ছে পয়সা,হাতা খুন্তি ও মোবাইল ফোন। এক প্রকার অবাক করা ঘটনা। এই বিষয়ে নেপাল চক্রবর্ত্তী বলেন যে গত পরশুদিন সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে টিফিন করছিলাম। তখন টিভিতে দেখছিলাম একজন লোক বলছে যে ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া হয়েছে তারপর তার শরীরে নাকি পয়সা,হাতা খুন্তি লেগে যাচ্ছে। এরপর আমার মনে কৌতুহল জাগে যে ভ্যাক্সিনতো নিয়েছি তো আমার শরীরে কি আটকাবে। এবং পয়সা,হাতা খুন্তি মোবাইল ফোন লাগাচ্ছি লেগে যাচ্ছে। তবে আমি ভয় পায়নি কিন্তু একটু আশ্চর্য হচ্ছিলাম। এইটা হবার কারণ টা কি। এর আগে এই রকম কোন দিন হয়নি। যদিও চিকিৎসকরা জানাচ্ছে এই মানব চৌম্বকের সাথে ভ্যাক্সিনের কোন সম্পর্ক নেয়।।

Developed by