Breaking
19 Dec 2025, Fri

তুফানগঞ্জে নদী থেকে উদ্ধার নিখোঁজ কলেজ পড়ুয়ার দেহ, তদন্তে নামল পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক : রহস্যজনক ভাবে নিখোঁজ কলেজ পড়ুয়ার মৃত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বারোকোদালি দুই গ্রাম পঞ্চায়েতের বেগার খাতা এলাকার রায়ঢাক নদীতে ওই কলেজ পড়ুয়ার দেহ ভেসে থাকতে দেখা যায়। তাঁর পকেট থেকে দুটি চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তুফানগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা যায়, ওই কলেজ পড়ুয়ার নাম মিশ্র (২১)। সে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি তুফানগঞ্জ শহরের ১০ নম্বর ওয়ার্ডে। শনিবার ভোর রাত থেকে নিখোঁজ ছিল সে। অনেক খোঁজাখুঁজির পরেও ছেলেকে না পেয়ে তুফানগঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ জানায় স্বাগতের বাবা মৃত্যুঞ্জয় মিশ্র। মৃতদেহ উদ্ধারের পর পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, স্বাগতর মোবাইল গেমে আসক্তি ছিল। সে মোবাইল ও ল্যাপটপে গেম খেলত। খেলার সময় তাঁর ঘরে কাউকেই ঢুকতে দিত না। সেই কারণেই সে মানসিক সমস্যায় ভুগছিল। শনিবার রাতেই সে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। এছাড়াও স্বাগতর ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার হয়েছে। যেখানে ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা ‘ডিপ্রেস ডায়েরি’।
কিন্তু মধ্যরাতে কেউ ডেকে নিয়ে গিয়ে খুন করল কিনা, নাকি মানসিক অবসাদে ভুগে সে আত্মহত্যা করেছে, সেটা নিয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারছে না। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছুই বলা সম্ভব হচ্ছে না।

Developed by