Breaking
23 Jan 2026, Fri

বৃহস্পতিবার বিধানসভায় ঝাড়গ্রাম জেলার চার বিধায়ক শপথ গ্রহণ করলেন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার বিধানসভায় ঝাড়গ্রাম জেলার চার বিধায়ক শপথ গ্রহণ করলেন। তাঁরা হলেন ঝাড়গ্রাম বিধানসভার বীরবাহা হাঁসদা, বিনপুর বিধানসভার দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুর বিধানসভার খগেন্দ্রনাথ মাহাত, নয়াগ্রাম বিধানসভার দুলাল মুর্মু। উল্লেখ্য যে, এদিন বীরবাহ হাঁসদা বিধানসভায় সাঁওতালি ভাষায় শপথ গ্রহণ করেন।

Developed by