Breaking
7 Dec 2025, Sun

ঝাড়গ্রামে একদিনে করোনা আক্রান্ত ১১ জন, তবুও হুঁশ ফেরেনি মানুষজনের!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামে একদিনে করোনা আক্রান্ত ১১ জন, তবুও হুঁশ ফেরেনি মানুষজনের!
গত ২০ এপ্রিল রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ১৯ তারিখে লালারস নমুনা সংগ্রহ করা রিপোর্ট অনুযায়ী ঝাড়গ্রাম জেলায় একদিনে নতুন করে ১১ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। যা কিনা চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। এখনও পর্যন্ত জেলায় মোট ৩১৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২২ জনের। এখনও করোনায় পজেটিভ হয়ে হাসপাতাল ও হোম আইসোলোশনে রয়েছেন ৫০ জন। রিপোর্ট অনুযায়ী ৪ জন করোনা পজেটিভ ব্যক্তি ছাড়া পেয়েছেন। কিন্তু এদিকে হুঁশ নেই সাধারণ মানুষজনের। বাজার-ঘাট থেকে রাস্তা সর্বত্র মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন মানুষজন। সরকারি সচেতনতার প্রচার কার্যত কানে ঢুকছে না জেলাবাসীর? কবে হুঁশ ফিরবে তা সময়ই বলবে!

Developed by